ঢাকা
খ্রিস্টাব্দ

সুবর্ণা মুস্তাফা বিদেশ যেতে পারলেন না

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| বিনোদন ডেস্ক
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০.০৬ অপরাহ্ন

আপডেট : শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০.০৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1393149 জন

  • নিউজটি দেখেছেনঃ 1393149 জন
সুবর্ণা মুস্তাফা বিদেশ যেতে পারলেন না
ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় তার স্বামী বদরুল আনাম সৌদকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। 


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সুবর্ণা মুস্তাফা স্বামীসহ ব্যাংকক যাচ্ছিলেন। তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলেও আটক বা গ্রেপ্তার করা হয়নি।


জানা গেছে, শনিবার সকালে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন সুবর্ণা মুস্তাফা ও তার স্বামী। এক পর্যায়ে তারা ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডিং গেটের দিকে চলে যান। 


পরে একটি গোয়েন্দা সংস্থা ইমিগ্রেশন পুলিশকে জানায়, দেশত্যাগের নিষেধাজ্ঞার অনানুষ্ঠানিক তালিকায় সুবর্ণার নাম রয়েছে।



এরপর বোর্ডিং গেট এলাকা থেকে সুবর্ণার বহির্গমন সিল বাতিল করে তাদের বিমানবন্দর থেকে বের করে দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| বিনোদন ডেস্ক
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০.০৬ অপরাহ্ন
আপডেট : শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০.০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ