চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছরা ঝর্ণা আজ শুক্রবার (৪ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গেল ২৭ সেপ্টেম্বর খৈয়াছরা ঝর্ণায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হলে বন বিভাগ ২৮ সেপ্টেম্বর থেকে ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের জন্য ঝর্ণাটিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে। পরবর্তীতে ৬ দিন পর আজ ফের পর্যটকদের জন্য প্রবেশ পথ খুলে দেওয়া হলো।
রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ঝর্ণায় পাথরের পতনের ঘটনাটি আমাদের নজরে আসার পর নিরাপত্তার স্বার্থে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এখন ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের পর পর্যটকদের জন্য ঝর্ণাটিতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।