ঢাকা
খ্রিস্টাব্দ

সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ম্বরে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ মাউশির

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২.১৮ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২.১৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 891341 জন

  • নিউজটি দেখেছেনঃ 891341 জন
সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ম্বরে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ মাউশির

সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় সাড়ম্বরে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি। গত ২৩ মার্চ সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।


গতকাল সোমবার এ নির্দেশনা দিয়ে জারি করা আদেশ মাঠ-পর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের পাঠানো হয়। অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন দুপুরে বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভায় সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। ওই সভার কার্যবিবরণী পাঠিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উদযাপনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। ওই দিনই সভার কার্যবিবরণী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতেও পাঠানো হয়েছে। এবারে ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নেওয়া হবে। বরাবরের মতই রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজনের মধ্য দিয়ে উদযাপনের সূচনা হবে রাজধানীতে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে বর্ণময় মঙ্গল শোভযাত্রা। এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে-‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। ২০১৬ সালে ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ- এর মর্যাদা পায় এই মঙ্গল শোভাযাত্রা। পরের বছর সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার বাইরে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে মঙ্গল শোভাযাত্রা উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২.১৮ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২.১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ