স্টাফ রিপোর্টার: যাত্রাবাড়ীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্নিকাণ্ডে নিহত মো. নুরুন্নবী (৪৭) এর মরদেহ ৭০ দিন পর শনাক্ত হয়েছে। গত ৫ আগস্ট তিনি শেষবার তার ছেলের সঙ্গে কথা বলেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, “বাবা বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে; এটাই হয়তো আমাদের শেষ কথা।”
নুরুন্নবীর পরিবারের সঙ্গে এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যালে তার মরদেহ শনাক্ত করা হয়। তার ছেলে সিফাত জানিয়েছেন, ৭ আগস্ট তারা জানতে পারেন ঢাকা মেডিক্যালে অজ্ঞাত মরদেহ রয়েছে, কিন্তু প্রথমে তাদের বাবাকে চিনতে পারেননি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, একটি মরদেহ নুরুন্নবীর।
নুরুন্নবীর স্ত্রী ফাতেমা তুজ জোহরা জানিয়েছেন, ৫ আগস্টের পর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। সেপ্টেম্বরের ১৭ তারিখে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। নুরুন্নবী নোয়াখালীর সুধারাম উপজেলার অস্বদিয়া গ্রামের বাসিন্দা। মরদেহ নিয়ে তারা গ্রামের বাড়িতে ফিরবেন এবং সেখানেই জানাজা শেষে দাফন করা হবে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোশের্দ আলম বলেন, ৫ আগস্টের অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছেন। বিভিন্ন পরিবার মরদেহ খুঁজে না পাওয়ার পর ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়।