ঢাকা
খ্রিস্টাব্দ

জাতীয় আইনগত সহায়তা দিবসে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
ঠাকুরগাঁও
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ৪.০৯ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ৪.০৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 780231 জন

  • নিউজটি দেখেছেনঃ 780231 জন
জাতীয় আইনগত সহায়তা দিবসে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজন

সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেলার কার্যক্রমের মধ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, গ্রাম আদালতের কার্যক্রমের প্রদর্শন ও সাধারণ মানুষের জন্য আইনি সহায়তা বিষয়ক তথ্য প্রদান অন্তর্ভুক্ত ছিল। এছাড়া, আইনি সেবার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হয়।

দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে। জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. জামাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা, যুগ্ম জেলা ও দায়রা জজ ও ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার জনাব লুৎফর রহমান, সিনিয়র সহকারী জজ শবনম মুস্তারি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা জজ সমরেশ শীল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুল বাশার মো. সায়েদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃদুল, অ্যাডভোকেট সারোয়ার হোসেন ও অ্যাডভোকেট আব্দুল হালিম।

সভায় বক্তারা বলেন, দরিদ্র জনগোষ্ঠী আদালতে মামলা পরিচালনা ও ন্যায়বিচার প্রাপ্তিতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এ ধরনের পরিস্থিতিতে সরকারি আইনি সহায়তা (লিগ্যাল এইড) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ন্যায্য অধিকার ও সুবিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কমিটির সাথে যোগাযোগ বজায় রাখার জন্য জনসাধারণকে পরামর্শ প্রদান করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এএসএস

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
ঠাকুরগাঁও
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ৪.০৯ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ৪.০৯ অপরাহ্ন