ঢাকা
খ্রিস্টাব্দ

অটোমেশনের আওতায় সিভাসু’র পিআরটিসি’র ল্যাবরেটরি সেবা কার্যক্রম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ১০.৪৮ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ১০.৪৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1132834 জন

  • নিউজটি দেখেছেনঃ 1132834 জন
অটোমেশনের আওতায় সিভাসু’র পিআরটিসি’র ল্যাবরেটরি সেবা কার্যক্রম
ছবি : সংবাদদাতা প্রেরিত।

অটোমেশনের আওতায় আসলো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পোল্ট্রি রিসার্চ ও ট্রেনিং সেন্টারের (পিআরটিসি) ল্যাবরেটরি সেবা প্রদান কার্যক্রম। এখন থেকে সেবাগ্রহীতারা তাদের আমাদানি-রপ্তানিকৃত পণ্যের ল্যাবরেটরি টেস্টের রিপোর্ট অনলাইনে সংগ্রহ করতে পারবেন। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিআরটিসি ল্যাবের এই অটোমেশন প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।


মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কৃষি বিষয়ক সংস্থা ইউএসডিএ (ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার) ফান্ডেড বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এই অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে। 

অটোমেশনের ফলে অনলাইনে রিপোর্ট পাওয়ার পাশাপাশি পিআরটিসি ল্যাবের সেবাগ্রহীতারা এখন থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন, ফলাফল যাচাই করতে পারবেন এবং খুব সহজে টেস্টের ফিও পরিশোধ করতে পারবেন। 


পিআরটিসি’র পরিচালক প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএফ প্রকল্পের প্রকল্প পরিচালক মিশেল জে. পার (গরপযধবষ ঔ. চধৎৎ), চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আলমগীর এবং কাস্টম হাউস, চট্টগ্রামের সহকারী কমিশনার মো: রাজিব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিভাসু’র মাইক্রোবায়োলজি ও ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগরে শিক্ষক এবং পিআরটিসি’র সাবেক পরিচালক প্রফেসর ড. হিমেল বড়ুয়া। 


পিআরটিসি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো: ইনকেয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অটোমেশন প্রক্রিয়ার ওপর প্রেজেন্টেশন দেন পিআরটিসি’র ফিড অ্যানালাইসিস অ্যান্ড ফুড সেফটি ল্যাবরেটরির ইন-চার্জ ড. মাহাবুব আলম।


অনুষ্ঠানে কাস্টম, সি এন্ড এফ এজেন্ট, কৃষি ও খাদ্যপণ্য আমদানি-রপ্তানি, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন খাতের সাথে জড়িত ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ১০.৪৮ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ১০.৪৮ অপরাহ্ন