ঢাকা
খ্রিস্টাব্দ

পরশুরামে বন্যার্তদের মাঝে অনন্তপুর উন্নয়ন ফোরামের তোষক বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ফেনী জেলা প্রতিনিধিঃ
নিউজটি দেখেছেনঃ 1706886 জন
  • নিউজটি দেখেছেনঃ 1706886 জন
পরশুরামে বন্যার্তদের মাঝে অনন্তপুর উন্নয়ন ফোরামের তোষক বিতরণ
অনন্তপুর উন্নয়ন ফোরাম থেকে তোষক বিতরণের ছবি।

ফেনীর পরশুরাম উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্গত অনন্তপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দরিদ্র ৭০টি পরিবারে তোষক বিতরণ করে অনন্তপুর উন্নয়ন ফোরাম। ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য আবু হানিফ হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আইনজীবী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসাইন। তিনি উন্নয়ন ফোরামের এমন ব্যতিক্রমী আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এমন আয়োজনে উন্নয়ন ফোরামের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।



প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন মধ্যম অনন্তপুর জামে মসজিদের সভাপতি শেখ আহমদ মজুমদার, সেক্রেটারি শাহজাহান মজুমদার, সহ-সভাপতি মাও: আব্দুল খালেক, সহ-সেক্রেটারী মাও: আবু ইউছুফ, অনন্তপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সভাপতি নুরুল ইসলাম ভুইয়া, মজুমদার পুকুরপাড় জামে মসজিদের সেক্রেটারি বেলাল হোসেন, অনন্তপুর বাইতুল্লাহ মসজিদের সেক্রেটারি উসমান আলী শাহিন সহ এলাকার অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সেচ্চাসেবক ভাইয়েরা। 



ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিনের সমাপনী বক্তব্য ও তোষক বিতরণের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ফেনী জেলা প্রতিনিধিঃ

আপডেট :