ঢাকা
খ্রিস্টাব্দ

নতুন সরকারের সঙ্গে সহযোগিতায় আগ্রহী চীন: ফখরুল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৫ জুন ২০২৫, ১২.৫৭ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২৫ জুন ২০২৫, ১২.৫৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 503471 জন

  • নিউজটি দেখেছেনঃ 503471 জন
নতুন সরকারের সঙ্গে সহযোগিতায় আগ্রহী চীন: ফখরুল

চীন সফরের দ্বিতীয় দিন পার করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সদস্যরা। গতকাল মঙ্গলবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক করেছেন তারা।


বৈঠকে মির্জা ফখরুল উল্লেখ করেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল মঙ্গলবার সকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের আলোচনা শুরু হয়। বৈঠকের পর মির্জা ফখরুল জানান, তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, গত সোমবার চীনের পিপলস গ্রেট হলে সিপিসি (কমিউনিস্ট পার্টি অব চায়না) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক করেন মির্জা ফখরুল। সেখানে তিনি আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা প্রকাশ করেন। চীনের সংবাদমাধ্যম সিনহুয়ায় বলা হয়েছে, বৈঠকে লি হংঝং উল্লেখ করেন, চীন বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ ঐক্যমতের বাস্তবায়নের জন্য কাজ করতে ইচ্ছুক। এছাড়া সিপিসি-বিএনপির আন্তঃদলীয় সম্পর্ক শক্তিশালী করা, শাসন ব্যবস্থায় অভিজ্ঞতার বিনিময় গভীর করা, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা প্রচার এবং চীন-বাংলাদেশ সর্বাঙ্গীণ কৌশলগত সহযোগিতা অংশীদারত্বের গভীর উন্নয়নকে সুবিধা দেওয়ার কথাও উল্লেখ করেন লি।


গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানান বিএনপি প্রতিনিধি দলের প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিবসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল গত সোমবার চীন সফরে গেছেন। স্থানীয় সময় ভোরে তারা চীনে পৌঁছান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন–বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৫ জুন ২০২৫, ১২.৫৭ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২৫ জুন ২০২৫, ১২.৫৭ পূর্বাহ্ন