ঢাকা
খ্রিস্টাব্দ

৫২ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1868637 জন

  • নিউজটি দেখেছেনঃ 1868637 জন
৫২ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার
ছবি : সংগৃহীত

ঢাকার দোহার উপজেলার দোহার ঘাটা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ সোনিয়া (৩৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব। 


বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করে র্যাব। উদ্ধারকৃত গাজার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।


র্যাব-১০ জানায়, মাদকের একটি বড় চালানসহ একজন নারী মাদককারবারি দোহার ঘাটা এলাকায় অবস্থান করছে— এমন খবরে অভিযান চালায় র্যাব। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনিয়াকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন র্যাবের নারী সদস্যরা। 


এ বিষয়ে র্যাব ১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এবং সহকারী পুলিশ সুপার এমজে সোহেল জানান, সোনিয়া দীর্ঘদিন ধরে উপজেলার ঘাটা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন। তিনি দোহার ও নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তিনি দোহার বানাঘাটা এলাকার শেখ শহীদের মেয়ে।


দোহার থানার ওসি হারুন অর রশীদ বলেন, সোনিয়াকে থানায় হস্তান্তর করেছে র্যাব। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছ


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন