ঢাকা
খ্রিস্টাব্দ

প্রথম কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা: লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1785423 জন

  • নিউজটি দেখেছেনঃ 1785423 জন
প্রথম কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা: লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রথম প্রায়োরিটি হলো আইনশৃঙ্খলা রক্ষা করা। আইনশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সে লক্ষ্যে কাজ করবো আমরা। গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


গতকাল সোমবার দুপুরে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, তারা এ মুহূর্তে কী ধরনের সাহায্য-সহযোগিতা করতে পারেন, সেটা নিয়ে কথা হয়েছে। তারা আমাদের সহযোগিতা করতে চান, কীভাবে করতে পারেন সেটা জানতে চেয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা হয়েছে। তাছাড়া জাতিসংঘ থেকে যে প্রতিনিধি দল আসার কথা তারা আসবেন কয়েক দিনের মধ্যে। তারা আমাদের কী ধরনের সহযোগিতা চান, আমরা কি ধরনের সহযোগিতা চাই সেসব নিয়ে আলোচনা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ