ঢাকা
খ্রিস্টাব্দ

কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্র উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1603677 জন
  • নিউজটি দেখেছেনঃ 1603677 জন
কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্র উপদেষ্টা
ছবি : সংগৃহীত

কাউন্টার টেরোরিজম ইস্যুতে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েত গেছেন অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার সকালে কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, কাউন্টার টেরোরিজম বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েতের উদ্দেশে আজ সকালে রওয়ানা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা  মো. তৌহিদ হোসেন। সম্মেলন শেষে আগামী ৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।



প্রসঙ্গত, সর্বশেষ অক্টোবরের শেষের দিকে দ্বীপ রাষ্ট্র সামোয়া সফর করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি সামোয়ার রাজধানী আপিয়ায় কমনওয়েলথ সম্মেলনে যোগ দিয়েছিলেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ