ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ের আ’লীগ নেতা মোহাম্মদ আলীর ১৩তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১.৪৫ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১.৪৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 879660 জন

  • নিউজটি দেখেছেনঃ 879660 জন
মিরসরাইয়ের আ’লীগ নেতা মোহাম্মদ আলীর ১৩তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ
-ছবি: প্রয়াত মোহাম্মদ আলী।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এবং মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, ১০ এপ্রিল। এই দিনটি ঘিরে অনেক চাকুরীজীবি, আওয়ামী লীগ নেতা-কর্মী এবং সমর্থকদের মাঝে স্মরণে চাঞ্চল্যতা বিরাজ করছে। আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে প্রিয় মানুষ মোহাম্মদ আলীকে, যিনি তাঁর রাজনৈতিক জীবনে কর্মী-সমর্থকদের প্রতি অনন্য শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়েছেন। তিনি মিরসরাইয়ের কৃতি সন্তান এবং সামাজিক ব্যাক্তিত্ব হিসাবে দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন।

নেতা-কর্মী ও সমর্থকরা মনে করেন, প্রয়াত মোহাম্মদ আলী তার নেতৃত্বে মিরসরাইয়ের আওয়ামী লীগের কর্মকাণ্ডকে সমৃদ্ধ করেছেন এবং প্রত্যেক কর্মীকে সাহস ও প্রেরণা যুগিয়েছিলেন। তিনি ছিলেন একজন বিচক্ষণ নেতা, যারা তাঁর ছায়ায় নিরাপদ ও সমর্থিত অনুভব করতেন।

মোহাম্মদ আলী ২০১২ সালের ১০ এপ্রিল ঢাকার সাহাবুদ্দিন মেডিক্যাল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন, এবং ওই দিন সকালে ঢাকার কমলাপুরের একটি আবাসিক হোটেলের সিঁড়ি বেয়ে ওঠার সময় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ আলীর মৃত্যুর এই দিনটি মিরসরাইয়ের আওয়ামী লীগ নেতা-কর্মীদের জন্য এক আবেগময় স্মরণীয় মুহূর্ত হিসেবে রয়ে গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১.৪৫ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১.৪৫ পূর্বাহ্ন