ঢাকা
খ্রিস্টাব্দ

উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর পরিকল্পনা অন্তর্বর্তী সরকারে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1708195 জন
  • নিউজটি দেখেছেনঃ 1708195 জন
উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর পরিকল্পনা অন্তর্বর্তী সরকারে
ছবি : সংগৃহীত

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদের আকার শিগগিরই বাড়তে পারে। সরকারী সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টা হিসেবে একজন চিকিৎসক এবং দুজন সাবেক সচিব যুক্ত হওয়ার আলোচনা চলছে।


সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপে নির্বাচনের সময়সীমা ও রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। সরকার জানিয়েছে, নির্বাচন কমিশনের রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাজনৈতিক দলগুলো সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য উপদেষ্টার সংখ্যা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।


এছাড়া, আমার বাংলাদেশ পার্টির (এবি) আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীও নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। তিনি জানিয়েছেন, তিনি দল থেকে পদত্যাগ করেননি, বরং এবি পার্টির চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আহ্বায়কের পদ ছেড়েছেন।


বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা ২১ জন, যা সরকারের কার্যক্রমের সঙ্গে সংযুক্ত অনেক চ্যালেঞ্জের কারণে বাড়ানো হতে পারে। সাবেক মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা মনে করেন, নতুন উপদেষ্টা যুক্ত হলে কাজগুলো সহজ হবে।


আলোচনায় উল্লেখযোগ্য মন্ত্রণালয়গুলোর মধ্যে স্বরাষ্ট্র, কৃষি, পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, যেখানে নতুন মুখ যুক্ত হতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :