ঢাকা
খ্রিস্টাব্দ

মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া’র সাথে সিভাসু’র সমঝোতা স্মারক সই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১১ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1040904 জন

  • নিউজটি দেখেছেনঃ 1040904 জন
মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া’র সাথে সিভাসু’র সমঝোতা স্মারক সই
ছবি : সংবাদদাতা প্রেরিত।

গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া’র (ইউএম) সাথে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  


সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং ইউনিভার্সিটি মালায়া’র উপাচার্য প্রফেসর দাতো' সেরি আইআর ড. নূর আজুয়ান আবু ওসমান (চৎড়ভ. উধঃড়' ঝবৎর ওৎ. উৎ. ঘড়ড়ৎ অুঁধহ অনঁ ঙংসধহ) নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।  


সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী সিভাসু’তে চলমান ‘এনাপ্লাজমা রোগের ভ্যাকসিন উৎপাদন’ শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ পারস্পরিক বৈজ্ঞানিক সহযোগিতার মাধ্যমে ভ্যাকসিন উৎপাদনের জন্য যৌথভাবে গবেষণায় অংশগ্রহণ করবেন। 


তিন বছর (২০২৫-২০২৭) মেয়াদি এই প্রকল্প বাংলাদেশে গবাদি পশুর গুরুত্বপূর্ণ পরজীবীবাহিত এনাপ্লাজমা রোগ প্রতিরোধকল্পে ভ্যাকসিন বা টিকা উৎপাদনের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কএঋ) অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং আগামী তিন বছর মালয়েশিয়ার উক্ত বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই প্রকল্পে অর্থায়ন করবে।  


সমঝোতা চুক্তির আওতায় গবেষণা প্রশিক্ষণ, গবেষকবৃন্দের অভিজ্ঞতা বিনিময়, প্যাটেন্ট এবং উৎপাদিত টিকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিষয়ে যৌথভাবে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয়। 


সিভাসু’র প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. এএমএএম জুনায়েদ সিদ্দিকীর তত্ত্বাবধানে এই প্রকল্প ভবিষ্যতে বাংলাদেশে এনাপ্লাজমা রোগ প্রতিরোধে উন্নতমানের টিকা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১১ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ