ঢাকা
খ্রিস্টাব্দ

শিক্ষামন্ত্রীর কাছে স্বাশিপের ৯ সুপারিশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1855004 জন

  • নিউজটি দেখেছেনঃ 1855004 জন
শিক্ষামন্ত্রীর কাছে স্বাশিপের ৯ সুপারিশ
ছবি : সংগৃহীত

শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর কাছে ৯টি সুপারিশ উপস্থাপন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। বুধবার (৫ জুন) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে এক মতবিনিময়সভায় এসব সুপারিশ তুলে ধরেন স্বাশিপ নেতারা।


শিক্ষকদের সুপারিশগুলো হলো, নতুন কারিকুলামের সফল বাস্তবায়নের ক্ষেত্রে সৃষ্ট বিভ্রান্তি দূরীকরণে পদক্ষেপ এবং শিক্ষকদের জন্য পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ; সর্বজনীন পেনশন স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ; বেসরকারি নিয়োগ কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা; শূন্যপদে শিক্ষক নিয়োগ দ্রুততরকরণ এবং বেসরকারি শিক্ষকদের বদলি দ্রুত বাস্তবায়ন করা; কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের আর্থিক সমস্যা সমাধানের জন্য গঠিত কমিটির কার্যক্রম দ্রুত বাস্তবায়ন; কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের নিজস্ব অফিসের ব্যবস্থা করা; সরকারের অনুমোদন ছাড়া মাদরাসা গড়ে তোলার প্রবণতা রোধ; কারিগরি শিক্ষাকে ঢেলে সাজানো এবং কারিগরি বোর্ডকে আরো সক্রিয় করা; বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণের উদ্যোগ গ্রহণ। 


সভায় শিক্ষকদের ৯ সুপারিশের সঙ্গে একমত পোষণ করেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।


তিনি শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আর্থিক বিষয়গুলো সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, স্বাশিপের সভাপতি প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. শাহজাহান আলম সাজু প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন