ঢাকা
খ্রিস্টাব্দ

জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে মৃত্যু ১ জন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1599457 জন
  • নিউজটি দেখেছেনঃ 1599457 জন
জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে মৃত্যু ১ জন
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত থাকার দায়ে ইতোমধ্যে চারজনকে আটক করেছে সেনাবাহিনী।


মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, রাত ৩টার দিকে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে রাজা নামে একজন মারা গেছে। তিনি মাদক কারবারি বুনিয়া সোহেল গ্রুপের সদস্য। বৃহস্পতিবার বুনিয়া সোহেলকে সিলেটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে র‌্যাব।


ওসি জানান, বুনিয়া সোহেল গ্রেপ্তার হওয়ার পর তার প্রতিপক্ষ চুয়া সেলিম পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে বুনিয়া সোহেলের লোকজন তাতে বাধা দেয়। এতেই মধ্যরাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয়ই গুলি-বোমা ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা করে। এ সময় বোমার আঘাতে ঘটনাস্থলেই রাজা মারা যান।


জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসার দখল নিয়ে দ্বন্দ্ব বহুদিনের। ক্যাম্পের দুপক্ষের একটির নেতৃত্বে আছেন বুনিয়া সোহেল, আরেকটি পক্ষের নেতা চুয়া সেলিম। বুনিয়া সোহেলের সঙ্গে যুক্ত হয়েছেন সৈয়দপুইরা (নীলফামারীর সৈয়দপুর থেকে আসা ‘বিহারি’) নামের আরেকটি পক্ষের নেতা বাবু ওরফে সৈয়দপুইরা বাবু। সম্প্রতি দেশে অস্থিরতা তৈরি হলে এ দ্বন্দ্ব আরও প্রকট হয়। তাদের সংঘাতে যুক্ত হয় থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র। যার ফলে গত তিন মাসে রাজাসহ অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছে।


পুলিশ কর্মকর্তা ইফতেখার গণমাধ্যমকে বলেন, ওই ক্যাম্পে পুলিশ নিয়মিত টহল দিয়ে আসছে। গন্ডগোলের খবর শুনে বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে অভিযান চালানো হয়। আমরা বের হয়ে আসার পরই রাত ৩টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :