ঢাকা
খ্রিস্টাব্দ

নতুন ভেন্যুতে তিন ঘণ্টা দেরিতে শুরু, শান্তির হ্যাটট্রিকে জয় পায় বাংলাদেশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২.২৭ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২.২৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 446915 জন

  • নিউজটি দেখেছেনঃ 446915 জন
নতুন ভেন্যুতে তিন ঘণ্টা দেরিতে শুরু,  শান্তির হ্যাটট্রিকে জয় পায় বাংলাদেশ
শান্তির (২০ নম্বর) হ্যাটট্রিক গোলের পর বাংলাদেশের উচ্ছ্বাস

বৃষ্টির কারণে প্রথমার্ধ হলো কিংস অ্যারেনাতে। তিন ঘণ্টা অপেক্ষার পর মাঠ অনুপযুক্ত থাকায় পাশেই অনুশীলন মাঠে হয় বাকি অর্ধের খেলা। সেখানে বাংলাদেশ দাপট অব্যাহত রেখে ম্যাচ জিতে নিয়েছে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ মঙ্গলবার শান্তি মার্ডির হ্যাটট্রিকে বাংলাদেশ ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে।


কিংস অ্যারেনায় সকাল থেকেই বৃষ্টির হানা। সেই বৃষ্টির মধ্যেই ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু হয় সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের খেলা।


ভারী বর্ষণে সারা মাঠ কাদাময়। বল পানির মধ্যে পড়লে আটকে যাচ্ছে। কোনও দলের মেয়েরাই তাদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। বল আটকে যাচ্ছিল। মাঠে পড়ে যান অনেকেই।


কোচ পিটার বাটলার আজ বেঞ্চের ফুটবলারদের পরখ করেছেন। নেপালের বিপক্ষে ম্যাচের ফুটবলারদের মধ্যে একাদশে ছিলেন মাত্র দুজন- বন্যা খাতুন ও শান্তি।


গোলকিপার পজিশনে স্বর্ণা রানী মন্ডলের পরিবর্তে দেখা মিললো মিলি আক্তারের। অধিনায়ক আফঈদা খন্দকারের বদলে সুরমা জান্নাতের হাতে দেখা গেলো আর্মব্যান্ড।


লাল কার্ডের কারণে এমনিতেই দলে নেই মোসাম্মৎ সাগরিকা।


ম্যাচের ২ মিনিটে তৃষ্ণা রানীর শট আটকে যায় কাদায়। এরপর ৭ মিনিটে শান্তি মার্ডি তিনবারের চেষ্টায় গোল দিয়েছেন। ভেজা মাঠে বল আটকে যাচ্ছিল বক্সের মধ্যে। প্রথমবার ভুটানের গোলকিপার পেমা ইয়াংজম শান্তির শট আটকে দেন। পরের দুবারের চেষ্টায় অবশেষে গোল পান বাংলাদেশ ফরোয়ার্ড।


ম্যাচের বাকি সময়ে আসলে কাদাময় মাঠে দুই দলের ফুটবলাররা শুধু বলের পেছনে দৌড়েছেন। কিন্তু স্বাভাবিক খেলাটা ঠিকমতো খেলতে পারেননি।


এরপরও বাংলাদেশই বেশি আক্রমণ করেছে। বিরতির খানিক আগে বাম প্রান্ত দিয়ে শান্তি কয়েকবার আক্রমণ শানান। সেই বলে ঠিকমতো সংযোগ করতে পারেননি বন্যা আক্তার ও রূপা আক্তার।


তিন ঘণ্টা পর কিংসের অনুশীলন মাঠে বিরতির পর শুরু হওয়া ম্যাচে স্বাগতিকরা দাপট দেখিয়েছে।


তবে শুরুতে গোল শোধ দিয়ে ভুটান ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়।


৫৩ মিনিটে ভুটান সমতায় ফিরে। তেলদেন আগুয়ান গোলকিপারকে কাটিয়ে শট নিলেও তা ঠিকঠাক হয়নি। ওয়াংমো বল পেয়ে দারুণ প্লেসিং শটে গোল করেন।


তবে এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে তিন গোল আদায় করে নেয়। 


চার মিনিট পর কর্নার থেকে শান্তি দ্বিতীয় গোল করে বাংলাদেশকে আবারও এগিয়ে নেন।


৭৬ মিনিটে বদলি মুনকি আক্তার স্বাগতিকদের তৃতীয় গোল উপহার দেন। একক প্রচেষ্টায় বল নিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে তিনি গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত ফিনিশ করেন।


৭৯ মিনিটে শান্তি হ্যাটট্রিক করেন। উমেলহার ক্রসে তিনি বক্সে ঢুকে জোরালো শটে জাল কাঁপান। বাংলাদেশ ৪-১ গোলে জয় সুনিশ্চিত করে।


তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই বাংলাদেশ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২.২৭ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২.২৭ পূর্বাহ্ন