ঢাকা
খ্রিস্টাব্দ

একযোগে প্রফাইল পিকচার পরিবর্তন করছেন বিসিএস ক্যাডার কর্মকর্তারা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১.০৯ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১.০৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1074458 জন

  • নিউজটি দেখেছেনঃ 1074458 জন
একযোগে প্রফাইল পিকচার পরিবর্তন করছেন বিসিএস ক্যাডার কর্মকর্তারা

ক্ষমতার অপব্যবহার করে প্রশাসন ক্যাডার থেকে পক্ষপাতিত্বপূর্ণ আচরণ করার প্রতিবাদে একযোগে ফেসবুকে প্রফাইল পিকচার পরিবর্তন করছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৫ ক্যাডারের কর্মকর্তারা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সিভিল সার্ভিসের ক্যাডারগুলোর মধ্যে বৈষম্য নিরসনের দাবিতে প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা এ কর্মসূচি পালন করছেন। আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে  গতকাল সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়


 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য ২৫ ক্যাডারের ১০ জন সদস্যকে সাময়িক বরখাস্ত, একজনকে ওএসডি করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান। অথচ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সরকারি বিধি-বিধান বহির্ভূত একই ধরনের কার্যকলাপের পরও তাদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষমতার অপব্যবহার করে, প্রশাসন ক্যাডার থেকে এ ধরনের পক্ষপাতিত্বপূর্ণ আচরণের প্রতিবাদে তারা এই শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছেন।


তারা জানিয়েছেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারগুলোর মধ্যে সীমাহীন বৈষম্য রয়েছে।



রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ও প্রফেশনালিজম নিশ্চিতে সিভিল সার্ভিস সংস্কারের মাধ্যমে এ বৈষম্যগুলো নিরসন করা অত্যন্ত জরুরি। শুধু সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে নয়, বরং শাস্তি দেওয়ার ক্ষেত্রেও প্রশাসন ক্যাডার অন্য ক্যাডারদের সঙ্গে বৈষম্যমূলক ও পক্ষপাতিত্বপূর্ণ আচরণ করছে। তাই সরকার ও জনগণের দৃষ্টি আকর্ষণ করতে তারা এ শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১.০৯ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১.০৯ পূর্বাহ্ন