ঢাকা
খ্রিস্টাব্দ

চরমোনাই পীর-জামায়াত আমির সৌজন্য সাক্ষাৎ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বরিশাল
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ১.৩৪ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ১.৩৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1086319 জন

  • নিউজটি দেখেছেনঃ 1086319 জন
চরমোনাই পীর-জামায়াত আমির সৌজন্য সাক্ষাৎ
বরিশালে চরমোনাই দরবারে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার বেলা ১২ টার দিকে ডা. শফিকুর রহমান বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে চরমোনাই আহছানাবাদ জামিয়া রশীদিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে যান। এ সময় তিনি গোটা মাদ্রাসা ক্যাম্পাস ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।


পরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমকে সাথে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সাংবাদিকদের বলেন, জামায়াত ইসলামের আমিরসহ অন্য নেতৃবৃন্দ চরমোনাইতে এসেছেন। আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে ভালো কাজ করার তৌফিক দান করেন। আজ স্বাধীনতার ৫৪ বছর চলছে, কিন্তু এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা বাস্তবায়িত হয়নি।


আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এ দেশটাকে সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুণ।

এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামের আমীর  ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, সবাইকে সামনে রেখে বলতে চাই আমরা শুধু  আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি, আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন। দেশের ১৮ কোটির কমবেশি মানুষ আছে, যার মধ্যে শতকরা ৯১ জন নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাকি যারা আছেন তারাও এদেশের মানুষ, ভিন্ন ভিন্ন ধর্মের। আর সব মিলিয়েই আমাদের প্রিয় বাংলাদেশ। সীমান্তে ভারতের কাঁটাতারের বিষয়ে জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেন, ভারত আমাদের প্রতিবেশী। আপনার আমার ঘর পাশাপাশি হলে আমরা কি কাঁটাতারের বেড়া দেই, দেই না।


পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে, আমরা ভারতের কাছে সেই প্রত্যাশা করি। ভারত কাঁটাতারের বেড়া এখন দেয়নি, বহু আগ থেকে শুরু করেছে এবং অব্যাহত আছে। এটা আমাদের নতজানু পররাষ্ট্রনীতির ফসল। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বরিশাল
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ১.৩৪ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ১.৩৪ পূর্বাহ্ন