ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, তিনজনের মৃত্যুর খবর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম ::

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1743100 জন

  • নিউজটি দেখেছেনঃ 1743100 জন
চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, তিনজনের মৃত্যুর খবর
মদিনা হোটেলের ভিতরে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়েছে ট্রাক।

চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে পথচারী, ব্যবসায়ী, বাইক আরোহী, সিএনজি যাত্রীসহ অনেকে। এতে বহু হতাহতের শঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কোনো কোনো সূত্র নিহতের সংখ্যা ৮ জনের কথা উল্লেখ করেছে। আহত হয়েছে অন্তত ২০ জনেরও বেশি।



সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে নিউমার্কেট মুখি ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি, মোটরসাইকেল ও পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক ও বাইক আরোহীসহ বেশ কয়েকজন চাপা পড়ে। এসময় পাশে থাকা আরও একটি মাছ বোঝাই ট্রাক উল্টো যায়।



তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেছেন। তাদের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে। বাকিদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম ::

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন