চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে পথচারী, ব্যবসায়ী, বাইক আরোহী, সিএনজি যাত্রীসহ অনেকে। এতে বহু হতাহতের শঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কোনো কোনো সূত্র নিহতের সংখ্যা ৮ জনের কথা উল্লেখ করেছে। আহত হয়েছে অন্তত ২০ জনেরও বেশি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে নিউমার্কেট মুখি ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি, মোটরসাইকেল ও পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক ও বাইক আরোহীসহ বেশ কয়েকজন চাপা পড়ে। এসময় পাশে থাকা আরও একটি মাছ বোঝাই ট্রাক উল্টো যায়।
তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেছেন। তাদের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে। বাকিদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।