ঢাকা
খ্রিস্টাব্দ

ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ-আহত ৭

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1860968 জন

  • নিউজটি দেখেছেনঃ 1860968 জন
ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ-আহত ৭
ছবি : সংগৃহীত

ঢাকা : রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণে ৭ জন দগ্ধ ও আহত।  তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।


শনিবার (১ জুন) রাত সোয়া ৮টার দিকে জহির স্টিল অ্যান্ড রুলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।  ঘটনার পরপরই তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।  


আহতরা হলেন—তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), আমিনুল ইসলাম (২৫), রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭)।


দগ্ধ ও আহতদের হাসপাতালে নিয়ে আসা স্টিল মিলটির সুপারভাইজার মো. সাকিব খান জানান, রাতে স্টিল মিলে গিয়ার নামে একটি যন্ত্রে ত্রুটি দেখা দেয়। যন্ত্রটি মেকানিক্যাল টিম মেরামত করার কাজ শুরু করছিল।  এ সময় যন্ত্রটিতে বিকট বিস্ফোরণ ঘটে।  এতে সেখানে উপস্থিত সাত জন আহত ও দগ্ধ হন।


আহত মেকানিক্যাল শিফট ইনচার্জ তরিকুল ইসলাম জানান, তিনিসহ তার টিম নিয়ে যন্ত্রটি খুলছিলেন।  এ সময় যন্ত্রটি বিস্ফোরিত হয়।  তখন খুব কাছাকাছি থাকায় তার এবং সুজন নামে আরেকজনের বুকে, হাতে আঘাত লাগে।  আর কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বাকিদের শরীরে গরম বাতাস লাগে।


চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত তিন জনকে ঢাকা মেডিকেলে এবং বাকি চারজনকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।  তাদের অবস্থা আশঙ্কামুক্ত।  ঘটনাটি ডেমরা থানায় জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ