কবিতা, গান ও কথামালায় খুশির সুরে অনুষ্ঠিত হলো খবরিকা পত্রিকার ২৫ বছর পূর্তি উৎসব। মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সাইফুল ইসলাম।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল এড. সাইফুর রহমান, মিরসরাই কলেজের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী, মিরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, এফবিসিআই এর সদস্য জয়নাল হোসেন বাপ্পী, চবির বোটারী বিভাগের শিক্ষক ড. এম এ গফুর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পূর্বাহ্নে, উৎসবের উদ্বোধনী পর্ব শুরু হয় রবীন্দ্রনাথের ‘আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর হে’ গানের সঙ্গীত পরিবেশনা দিয়ে। অনুষ্ঠানে সেরা কবি, সেরা আবৃত্তিকার এবং খবরিকা সুহৃদ পুরস্কার প্রদান করা হয়। সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরীকে রজত জয়ন্তী সম্মাননা দেওয়া হয়।
এদিন, মিরসরাইয়ের সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং সমাজকর্মীরা একসাথে এই আনন্দমুখর রজত জয়ন্তী উদযাপন করেন।