ঢাকা
খ্রিস্টাব্দ

দাউদকান্দির রহমত আলী: মৎস্য খাতে জাতীয় স্বর্ণপদক অর্জন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ইমরান হোসেন ফাহিম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
দাউদকান্দি, কুমিল্লা
সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১.৪০ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১.৪০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 269516 জন

  • নিউজটি দেখেছেনঃ 269516 জন
দাউদকান্দির রহমত আলী: মৎস্য খাতে জাতীয় স্বর্ণপদক অর্জন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

ইমরান হোসেন ফাহিম, দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর সিঙ্গুলা গ্রামের অভ্যন্তরীণ উদ্যোক্তা রহমত আলী মৎস্য খাতে তাঁর অসামান্য অবদান ও সফলতার জন্য জাতীয় স্বর্ণপদক লাভ করেছেন।


রহমত আলী, যিনি 'রহমত ফিসারিজ' নামক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে দীর্ঘ ২৫ বছর ধরে মাছ চাষে সফলতার সঙ্গে অবদান রেখে আসছেন, ঢাকার চীণ মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মানজনক পদক গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস।


পুরস্কার গ্রহণের পর রহমত আলী বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি পুরো দাউদকান্দি এবং কুমিল্লার মানুষের সম্মান।”


তার প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৬০ জন কর্মী কাজ করছেন, এবং তার উদ্দীপনামূলক উদ্যোগের ফলে অনেক ছোট-বড় উদ্যোক্তা মৎস্য খাতে যুক্ত হয়েছেন। তিনি স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন।


জাতীয় পর্যায়ে এই সফলতার খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়লে, বিভিন্ন স্তরের মানুষ তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁর অর্জনকে কুমিল্লার গর্ব হিসেবে তুলে ধরছেন।


এটি স্থানীয় জনগণের কাছে একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এবং পুরো অঞ্চলে এক নতুন মাত্রা যোগ করেছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ইমরান হোসেন ফাহিম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
দাউদকান্দি, কুমিল্লা
সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১.৪০ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১.৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ