মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
‘কামাল উদ্দিন চৌধুরী কলেজকে হারিয়ে বিজয়ী বারইয়ারহাট কলেজ’
আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
নিউজটি দেখেছেনঃ 1886429 জন
ছবি- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।
নিজস্ব প্রতিনিধি ::
মিরসরাই উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন হয়েছে। শনিবার (২৫ মে) উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।
উদ্বোধনী বক্তব্যে মাহবুব উর রহমান রুহেল বলেন, এ টুর্নামেন্টের কলেজ পর্যায়ের মাধ্যমে প্রথম আসর শুরু হলো। এর মাধ্যমে একটি প্লাটফর্ম তৈরি হয়েছে। খেলাধুলার মাধ্যমেও কর্মজীবন গঠনের সুযোগ রয়েছে। ভালো খেলোয়াড় তৈরি করতে বাল্যকাল থেকে পৃষ্ঠপোষকতা দরকার এবং সরকার তা করছে। আজকে যেটি শুরু হয়েছে, সেটি যেন শেষ না হয় এবং অব্যাহত থাকে। খেলা হবে খেলার মনোভাব নিয়ে।
উপজেলা শিক্ষা অফিসার হুমাযুন কবির খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, মিরসরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

এছাড়াও এতে উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন ও বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, সদ্যনির্বাচিত ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ কামরুল আহসান হাবীব, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুম, সাংবাদিক এনায়েত হোসেন মিঠু, প্রমুখ।
মিরসরাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ আয়োজন হয়। উদ্বোধনী খেলায় প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ দলকে ১-০ গোলে হারিয়ে জয়ী হয়েছে বারইয়ারহাট ডিগ্রী কলেজ দল। এ টূর্ণামেন্টে ৫ দল অংশগ্রহন করছে বাকী ৩ দলের কলেজ সমূহ হচ্ছে, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, মিরসরাই কলেজ, নিজামপুর কলেজ।
নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি
কমেন্ট বক্স