ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকার, মোটরসাইকেলের ছয় আরোহী নিহতের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশের সুপার আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে কখন তাদের গ্রেফতার করা হয়েছে তা জানাননি। তিনি বলেন, বাসে দুই জন স্টাফ ছিল।
আমরা জানতে পেরেছি নুরুন্নবী বাস চালাচ্ছিল। হাইওয়ে পুলিশ ও র্যাবের অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের এখন পরিচয় ভেরিফিকেশন করা হচ্ছে। এরপর বিস্তারিত জানানো হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। এবার শুধু বাস চালকের বিরুদ্ধে নয়, দুর্ঘটনায় অন্য যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধেও মামলা হবে।
উল্লেখ্য, শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় যাত্রীবাহী কুয়াকাটাগামী বেপারী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫১৭০) থেমে থাকা প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে ধাক্কা দিলে ৬ জন নিহত হন। দুর্ঘটনার পর বাস আটক হলেও স্টাফরা পালিয়ে যায়।