ঢাকা
খ্রিস্টাব্দ

ঋণ সহায়তা পেল চার ব্যাংক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1726651 জন

  • নিউজটি দেখেছেনঃ 1726651 জন
ঋণ সহায়তা পেল চার ব্যাংক
ছবি : সংগৃহীত

চারটি ব্যাংককে ৯৪৫ কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করা হয়েছে।  সংকটে থাকা এই ব্যাংকগুলোর জন্য এই সহায়তা দেওয়া হয়েছে অতিরিক্ত তারল্য থাকা কিছু ব্যাংক থেকে। বাংলাদেশ ব্যাংক এই সহায়তার গ্যারান্টি দিয়েছে।


২ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনেয়ারা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন।


ঋণ সহায়তা পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।


এই চারটি ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ৩০০ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংককে ৩৫০ কোটি টাকা এবং ন্যাশনাল ব্যাংককে ২৭০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। গ্লোবাল ইসলামী ব্যাংক চাহিদা অনুযায়ী ২৫ কোটি টাকা ঋণ সহায়তা পেয়েছে।


তবে, তারল্য সংকটে থাকা পাঁচটি ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি হয়েছে, যাতে অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকগুলো সহায়তা পেতে পারে। এই চুক্তির আওতায় চারটি ব্যাংক ঋণ সহায়তা পেয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন