চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানার আদালত ভবন এলাকা থেকে অপহৃত ঠিকাদার বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উদ্ধার হয়নি। এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মোহাম্মদ ইদ্রিস নামে ওই ঠিকাদারকে তুলে নেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।
পুলিশ ও অপহৃত ঠিকাদারের বরাতে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্যান্ট কিনে জহুর হকার্স মার্কেট থেকে বের হয়েছিলেন ইদ্রিস। তার সাথে আরও দুজন ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে ইদ্রিসকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। তাকে একটি দোকানের ভেতর নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।
নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার শাকিলা সোলতানা বৃহস্পতিবার দুপুরে জানান, কোর্ট বিল্ডিং এলাকা থেকে এক ঠিকাদার অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তাকে উদ্ধারে কাজ করছি বলে তিনি জানান।