ঢাকা
খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় মা নিহত, খোঁজ মেলেনি বেঁচে যাওয়া শিশুর স্বজনদের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1875832 জন

  • নিউজটি দেখেছেনঃ 1875832 জন
সড়ক দুর্ঘটনায় মা নিহত, খোঁজ মেলেনি বেঁচে যাওয়া শিশুর স্বজনদের
ছবি : সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে তার শিশুসন্তান। মাকে হারিয়ে শিশুটি কেঁদেই চলেছে। তার কান্নার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।


শিশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। শনিবার (১১ মে) দুপুরে শিশুটির কান্নার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।


আলী ইউসুফ নামের একজন ফেসবুকে শিশুটির ছবি পোস্ট করে লিখেছেন, ‘সড়ক দুর্ঘটনায় মা মারা গেছে, বাচ্চাটি বেঁচে আছে। এখন স্বজনের সন্ধান পেতে সহায়তা করুন প্লিজ...। এই বাচ্চা ও তার মা ভালুকার দিকে রোড এক্সিডেন্টের কবলে পড়ে ১০ মে রাতে। রাস্তার পাশে লোকজন উদ্ধারের নামে আহত শিশু ও মায়ের প্রয়োজনীয় মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরি করে সরে যায়। পরবর্তী সময়ে রাস্তায় থাকা পুলিশ মা ও শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল ভর্তি করিয়ে দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চাটির মা মারা যায়। বাচ্চাটি বর্তমান পুরাতন বিল্ডিং, শিশু বিভাগের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। এখন পর্যন্ত এই বাচ্চার বা মায়ের কোনো আত্মীয়-স্বজনের খোঁজ মেলেনি।’


ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘ছবিটি আমিও ফেসবুকে দেখেছি। বৃহস্পতিবার (৯ মে) দিনগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার দিকে স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় ওই শিশু ও তার মা সড়ক দুর্ঘটনার শিকার হন। তবে, কীভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। পরে ৯৯৯ কল পেয়ে শিশু ও তার মাকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে সরকারি অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শুনেছি, ওই শিশুর মা মারা গেছে। তবে, এখনো তার পরিচয় মেলেনি।’


হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য তারিকুল ইসলাম মা ও শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে পুলিশ সদস্য তারিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার ভোরের দিকে সরকারি অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নিয়ে আসে। তবে, সঙ্গে কেউ না থাকায় আমি শিশুটিকে ২৬ নম্বর ও শিশুর মাকে ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। আজ সকালে ওই নারী মারা যায়। তবে, শিশুটি এখনো হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে।’


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য আমিনুল ইসলাম বলেন, ওই নারীর মরদেহ মরদেহ মর্গে রাখা হয়েছে। তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে আগারগাঁও নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।


হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইন উদ্দিন বলেন, ভাইরাল হওয়া ছবিটি দেখে শিশুর খোঁজখবর নিয়েছি। সে সুস্থ আছে। ওয়ার্ডের কর্মীরা বাচ্চাটির দেখাশোনা করছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন