ঢাকা
খ্রিস্টাব্দ

বকশিগঞ্জে নারী চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আরো ১ জন আটক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আবু তাহের, বকশিগঞ্জ (জামালপুর) সংবাদদাতা ।।
নিউজটি দেখেছেনঃ 1580535 জন
  • নিউজটি দেখেছেনঃ 1580535 জন
বকশিগঞ্জে নারী চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আরো ১ জন আটক


জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী চিকিৎসককে মারধরের ঘটনায় আরো ১ জনকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। শনিবার (২ নভেম্বর) রাত দশটায় পৌর এলাকায় নামাপাড়ায় অভিযান চালিয়ে মৃত সিরাজুল হকের ছেলে রেজাউল করিম কর্নেল (৪৩) -কে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ।



উল্লেখ্য, গত সোমবার (২৮ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাসু মিয়ার ছেলে রজব আলীর  মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আছমা লাবনীকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং মারধর করে। এ ঘটনায় মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে ৮ জনকে নামীয় ও ৪০-৫০ জনকে অজ্ঞাত  আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক।


এ বিষয়ে বকশীগঞ্জ থানার (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, চিকিৎসককে মারধরের  ঘটনায়  করা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হলো বাকী আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আবু তাহের, বকশিগঞ্জ (জামালপুর) সংবাদদাতা ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ