সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় একটি গ্রামে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের পর স্থানীয় মসজিদে গ্রামবাসী ও পঞ্চায়েত সদস্যদের মধ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পূর্ব আনোয়ারপুর গ্রামে, যেখানে শতাধিক পরিবার বসবাস করে, বিশেষ করে রোগী, বৃদ্ধ এবং শিশুদের মধ্যে উচ্চস্বরে গান-বাজনার কারণে সমস্যা দেখা দেয়। তাই গ্রামের সবার মঙ্গল কামনায় দোয়া করার পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া জানিয়ে দেন, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র পূর্ব আনোয়ারপুর গ্রামে প্রযোজ্য এবং এটি অন্যান্য গ্রামে প্রয়োগ হবে না।