ঢাকা
খ্রিস্টাব্দ

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে রিকশাচালকের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1901844 জন

  • নিউজটি দেখেছেনঃ 1901844 জন
প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে রিকশাচালকের মৃত্যু
ছবি : সংগৃহীত

ঢাকায় প্রচণ্ড গরমের মধ্যে রিকশা চালানোর সময় অসুস্থ হয়ে আব্দুল আউয়াল (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।


সোমবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকা নার্সিং কলেজের পেছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।


শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, আব্দুল আউয়াল রিকশা চালিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আব্দুল আউয়ালের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে। ঢাকার শনির আখড়া ও আশপাশের এলাকায় রিকশা চালাতেন তিনি। থাকতেন নারায়ণগঞ্জে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ