ঢাকা
খ্রিস্টাব্দ

এমন পলিসি তৈরি করা হবে যাতে কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৯ মার্চ ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৯ মার্চ ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 963577 জন

  • নিউজটি দেখেছেনঃ 963577 জন
এমন পলিসি তৈরি করা হবে যাতে কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, এমন পলিসি তৈরি করা হবে যাতে সরকার বা বেসরকারি কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে। রবিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয়’ শীর্ষক এক আলোচনা তিনি এ কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সাইবার সেফটি অর্ডিন্যান্সে আমরা ইন্টারনেটকে নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি। একই সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ আইনেও আমরা এমন কিছু রাখব না যেটা সরকার কিংবা বেসরকারি কোম্পানিকে ইন্টারনেট বন্ধের অধিকার দেয়। অর্থাৎ ইন্টারনেট আমাদের তরুণ প্রজন্মের প্রোডাক্ট।


তিনি বলেন, ইন্টারনেটকেন্দ্রিক যেকোনো ধরনের নিড, নিয়ন্ত্রণ- এটা আমাদের জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে। সেজন্য আমরা এমন পলিসি করবো, এমন রেগুলেশন করবো যেখানে সরকার বা বেসরকারি কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে। জুলাই গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচারী সরকার কর্তৃক কয়েক দফা ইন্টারনেট বন্ধ করার বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমাদের ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ব্যবসা-বাণিজ্য এবং ব্যাংকগুলোর ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং কমে গেছে। একই সাথে আমাদের এফডিআই ব্রান্ডিং ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক স্বৈরাচারের এসব কলা-কানুন যাতে ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্ব অ্যাকোমোডেট না করে, সেজন্য আমি আমাদের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাব। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিশেষজ্ঞ মোস্তফা হুসাইন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন, আইআইজিএবির সভাপতি আমিনুল হাকিম, বিডি জবসের সিইও ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর, আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক, সাবেক ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সিদ্দিক, বেসিসের অ্যাসোসিয়েট কমিটির চেয়ারম্যান রাফেল কবির, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসির, গ্রামীণফোন লিমিটেডের সিনিয়র ডাইরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স হোসেন সাদাত, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, রবির রেগুলেশনের ডিরেক্টর শাহ মো. ফজলে খোদা।


এ সময় আইআইজিবি, আইএসপিএবি, মোবাইল অপারেটর প্রতিনিধি এবং টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিশেষজ্ঞ ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৯ মার্চ ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৯ মার্চ ২০২৫, ১০.৫৭ অপরাহ্ন