ঢাকা
খ্রিস্টাব্দ

বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা নাছির কারাগারে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
সোমবার, ১২ মে ২০২৫, ১১.৩৯ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১২ মে ২০২৫, ১১.৩৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 701065 জন

  • নিউজটি দেখেছেনঃ 701065 জন
বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা নাছির কারাগারে
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগের অন্যতম নেতা নাছির উদ্দিন হাওলাদার বিস্ফোরক, চাঁদাবাজি, হত্যা চেস্টা, চুরি,ও ভাংচুর মামলার আসামি নাছিরকে ঢাকার যাত্রাবাড়ী থানার ভাংগা প্রেস এলাকার থেকে রবিবার বিকাল ৪.৩০ মিনিটে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।


যুবলীগ নেতা নাছির উদ্দিন হাওলাদার পিরোজপুর এলজিইডির হাজার হাজার কোটি টাকা লোপাটকারী আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজ ও মিরাজুল ইসলামের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। এদিকে নাছিরের গ্রেফতারের খবরে তার নিজ গ্রামে আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করেছে সর্বস্তরের জনগণ।


জানা গেছে, পিরোজপুর সদর থানায় গত ০৭ এপ্রিল পিরোজপুরে জেলা কৃষক লীগের সভাপতি ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চান মিয়া মাঝিসহ ১০ জনের নামে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষন ও বোমা বিস্ফোরণ এবং চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।


মামলায় চাঁন মিয়া মাঝি ছাড়াও মুরাদ হোসেন মাঝি, মো. নাসির উদ্দিন হাওলাদার, হারুনার রশিদ বাদশা, মো. মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার মাঝি, লোকমান হোসেন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ঝন্টু, সামশুদ্দিন কালু, মো. সাখাওয়াত হোসেন মল্লিকসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করা হয়েছে।


এবিষয়ে যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর ইফাদ বাবু জানান, পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলামের একটি রিকুইজিশনে ভিত্তিতে রবিবার ( ১১ মে) ভাংগা প্রেস এলাকা থেকে মামলার ০২ নং আসামি নাছিরকে ০৪.৩০ মিনিটে গ্রেফতার করা হয়। 


বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, বিস্ফোরক ও চাঁদাবাজি মামলার দুই নম্বর আসামি যুবলীগ নেতা নাছির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।


সোমবার (১২ মে)  পিরোজপুর আদালতে পাঠানোর পরে আদালত আসামিকে কারাগারে প্রেরণ করেন।


এদিকে যুবলীগ নেতা নাছির সোমবার পিরোজপুর আদালত এলাকায় বিক্ষুব্ধ জনতার হামলার স্বীকার হন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
সোমবার, ১২ মে ২০২৫, ১১.৩৯ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১২ মে ২০২৫, ১১.৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ