ঢাকা
খ্রিস্টাব্দ

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২১ জুন ২০২৫, ৪.৪৪ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২১ জুন ২০২৫, ৪.৪৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 507488 জন

  • নিউজটি দেখেছেনঃ 507488 জন
ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ


চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।


একই সঙ্গে রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এ নির্দেশনার বাইরে থাকবেন।


কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে এমবিবিএস ছাত্র-ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।


জানা গেছে, আবাসন সংকটসহ পাঁচটি মূল দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।


এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২১ জুন ২০২৫, ৪.৪৪ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২১ জুন ২০২৫, ৪.৪৫ অপরাহ্ন