চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সীমান্ত এলাকা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে নিয়ে আসা ১২টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে জোরারগঞ্জ থানার অন্তর্গত আমতলী থেকে এসব গরু জব্দ করে বিজিবির কয়লারমুখ বিওপির সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, একটি পাচারকারী চক্র সীমান্ত ব্যবহার করে ভারত থেকে বেশ কিছু গরু অবৈধ ভাবে দেশে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপি’তে কর্মরত নাঃ সুবেঃ মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত আমতলী নামক স্থান চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সেখান থেকে ১২টি ভারতীয় গরু উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
বিজিবি সূত্র আরো জানায়, জব্দকৃত ভারতীয় গরুগুলো ইতিমধ্যে সীতাকুন্ড কাস্টমসে জমা করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, যে কোন মূল্যে সীমান্তে চোরাকারবারিদের প্রতিহত করে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর।