ঢাকা
খ্রিস্টাব্দ

সরকারি বিনিয়োগ ছাড়া সংস্কার হবে না : ইলিয়াস কাঞ্চন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1803711 জন

  • নিউজটি দেখেছেনঃ 1803711 জন
সরকারি বিনিয়োগ ছাড়া সংস্কার হবে না : ইলিয়াস কাঞ্চন
ছবি : সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষের চাওয়ার অভাব নেই। দিকে দিকে সংস্কারের আওয়াজ উঠেছে। সাংস্কৃতিক অঙ্গনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে আমূল সংস্কারের কথা বলছেন সংশ্লিষ্টরা। দিয়েছেন মতামত।


তাঁদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। 

চলচ্চিত্রে আমূল সংস্কারের প্রয়োজনে সরকারি বিনিয়োগ সবচেয়ে জরুরি বলে জানান ইলিয়াস কাঞ্চন। অভিনেতা বলেন, ‘অর্থ ছাড়া কোনো সংস্কার হবে না। চলচ্চিত্র যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে উত্তরণের জন্য যথাযথ পৃষ্ঠপোষকতা দরকার।


যে রকম প্রতিবছর অনুদান দেওয়া হয়, এভাবে হবে না। একটা বড় অঙ্কের টাকা সরকার এখানে বিনিয়োগ করবে। সরকার ও ইন্ডাস্ট্রি দুই পক্ষের সমন্বয়ে একটা কমিটি থাকবে এই বিনিয়োগ তত্ত্বাবধানে। ওই অর্থ দিয়ে বছরে ৪০-৫০টি ছবি যেন বানানো যায়।


নির্মাতা, শিল্পী এসব নির্বাচন করবে কমিটি। এই টাকা আবার ফেরতযোগ্য হতে হবে, যেন ছবি মুক্তির পর সেই অর্থ কোষাগারে ফিরে আসে। কমিটিতে যাঁরা থাকবেন, প্রয়োজনভেদে তাঁদের বেতন দিয়ে রাখতে হবে। আর টাকাগুলো থাকবে ব্যাংকে, ফলে সেখান থেকেও লাভ আসবে। এটা করা গেলে চলচ্চিত্রের দিন বদলে যাবে।


সরকারকেও প্রতিবছর অনুদান দিতে হবে না।’

যোগ্যতার মূল্যায়ন করতে হবে জানিয়ে অভিনেতা বলেন, ‘যখন যে দল ক্ষমতায় থাকে, চলচ্চিত্র সেন্সর বোর্ডে তাদের প্রভাব থাকে। যোগ্যতার ভিত্তিতে এখানে কোনো মানুষকে নেওয়া হয় না। এটা আমি আগে থেকেই দেখে আসছি। আগে তো চলচ্চিত্রের অবস্থা ভালো ছিল। সেই ভালো সময়ে এই সেন্সর বোর্ডের লোকেরা আমার কাছ থেকেও টাকা নিয়েছেন। দুর্নীতি সব জায়গায় আছে। এই দুর্নীতি বন্ধ করতে হবে। যেসব জায়গা নষ্ট হয়ে গেছে, সেগুলো ঠিক করলে তবেই চলচ্চিত্রের উন্নয়ন হবে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ