মিরসরাই উপজেলায় কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় করেছেন সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা। রবিবার (১১ আগস্ট ২০২৪) রাত ৮টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মূল বক্তব্য উপস্থাপন করেন সেনাবাহিনীর ইউনিট কমান্ডার ল্যাফট্যানেন্ট কর্ণেল আল মামুন, সাথে উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা মেজর আল আমিন ও মেজর আরেফিন।
গনমাধ্যমকর্মীদের মধ্য থেকে বিভিন্ন প্রস্তাবনা বিষয়ে সকলের পক্ষে কথা বলেন শারফুদ্দিন কাশ্মীর, মাহবুব পলাশ, নুরুল আলম, এনায়েত হোসেন মিঠু, নয়ন কান্তি ধুম, আনোয়ারুল হক নিজামী, এম মাঈন উদ্দিন, রাজীব মজুমদার, রাজু কুমার দে, নাছির উদ্দিন, ইকবাল হোসেন, কামরুল ইসলাম, অজয় দে প্রমুখ সংবাদকর্মী।
মত বিনিময়কালে ল্যাফট্যানেন্ট কর্ণেল আল মামুন বলেন, "জনগনের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। উপজেলার যে কোথাও কোন প্রকার চাঁদাবাজি, জানমালের উপর হামলা কিংবা আইনশৃংখলাজনিত যে কোন বিষয়ে জনগনের সুরক্ষা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।
মিডিয়া এবং মিলিটারি সমন্বয় থাকা জরুরী উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী আছে এটা জনগনকে আপনাদের মাধ্যমে আশ্বস্থ করতে চাই। জনগনের জানমাল রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর নির্দেশনার কথাও বলেন তিনি।
নিয়মিত পেট্রোল ডিউটি চলমান আছে জানিয়ে তিনি বলেন, কোন নির্দিষ্ট দল নয়, জনগনের জন্য সেনাবাহিনী কাজ করছে, মানুষের মনের স্বস্তির লক্ষ্যে মিরসরাই উপজেলার দুই থানা এলাকায় সেনাসদস্যরা তাদের কর্তব্য পালন করছে।
সাংবাদিকদের মতামতের একটি উল্লেখ যোগ্য বিষয় ছিল স্থানীয় সরকারের অধীনে থাকা পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগন! দ্রুততম সময়ে জনগনের সেবায় এই প্রতিষ্ঠানগুলো সচল করতে হবে- এ বিষয়ে দায়িত্বরত সেনা কর্মকর্তা আল মামুন একমত পোষন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনাপূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন।
লেঃ কর্ণেল আল মামুন আরো বলেন, পুলিশ কর্মবিরতিতে থাকায় মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, খুব শিগ্রই পুলিশ কর্মস্থলে যোগ দিলে জনগন ন্যায্য সেবা পাবে। এছাড়া অন্যান্য সকল বিভাগের প্রশাসনিক অসংগতি পর্যায়ক্রমে স্বাভাবিক করতেও সেনাবাহিনীর সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন। সনাতনী (হিন্দু) সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বসে তাদের কথা শুনবেন উল্লেখ করে এই সেনা কর্মকর্তা বলেন, এই উপজেলায় সকল সম্প্রদায়ের মেলবন্ধন রয়েছে। তাদের সুরক্ষায় সহযোগিতা করছে স্থানীয় জনগন; নাশকতা এবং সামাজিক বিশৃঙ্খলতার বিরুদ্ধে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। সকল প্রকার চাঁদাবাজি এবং অনিয়মের সঠিক তথ্য দিয়ে জনগনের পাশে থাকতে সকল গনমাধ্যকর্মীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন ল্যাফট্যানেন্ট কর্ণেল আল মামুন।
উক্ত মত বিনিময়কালে মিরসরাই উপজেলা প্রেস ক্লাব এবং মিরসরাই প্রেস ক্লাবের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।