ঢাকা
খ্রিস্টাব্দ

আন্দোলন প্রতিরোধে ব্যর্থ, ভেঙে দেওয়া হলো আ. লীগের ২৭ ইউনিট কমিটি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1823060 জন

  • নিউজটি দেখেছেনঃ 1823060 জন
আন্দোলন প্রতিরোধে ব্যর্থ, ভেঙে দেওয়া হলো আ. লীগের ২৭ ইউনিট কমিটি
ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ২৭টি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলন প্রতিরোধ কর্মসূচিতে ব্যর্থ হওয়ায় ইউনিটগুলোর কমিটি ভেঙে দেওয়া হয়েছে। 


বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দীর্ঘ সময় মোহাম্মদপর সূচনা কমিউনিটি সেন্টারে মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত ঢাকা-১৩ আসনের তিন থানা ও ওয়ার্ড নেতাদের নিয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিটগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।


বৈঠকে থাকা একাধিক নেতা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে জানান, এই ইউনিটগুলোর দায়িত্বপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকরা আন্দোলন মোকাবেলায় সরাসরি অংশ নেননি বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব ইউনিটের কমিটি ভেঙে ফেলা হয়েছে।


ইউনিট ভেঙে ফেলার তথ্য জানালেও কয়টি ইউনিটের কমিটি ভেঙে ফেলা হয়েছে, এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন