ঢাকা
খ্রিস্টাব্দ

কক্সবাজারে র‍্যাব-ডাকাত গোলাগুলি, কৃষক নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1894585 জন

  • নিউজটি দেখেছেনঃ 1894585 জন
কক্সবাজারে র‍্যাব-ডাকাত গোলাগুলি, কৃষক নিহত
ছবি : সংগৃহীত

কক্সবাজারে অপহৃত এনজিও কর্মীকে উদ্ধার করতে গিয়ে র‍্যাবের সঙ্গে ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় গুলিতে এক কৃষক নিহত হয়েছেন।


সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের মোরাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বায়াতুল্লাহ।


অপহৃত মাসুদ চৌধুরী ‘প্রত্যাশী’ নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) ঈদগাঁও শাখায় কর্মরত আছেন। তিনি ঋণের কিস্তি সংগ্রহ করতে গিয়ে সোমবার বেলা ৩টার দিকে অপহরণের শিকার হন।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জামিলুল হক।


তিনি জানান, বেসরকারি সংস্থা প্রত্যাশী’র কর্মী মাসুদ চৌধুরী বিকেলে অপহরণের শিকার হন। বিষয়টি র‍্যাব জানতে পেরে সন্ধ্যায় ভারুয়াখালীর মোরাপাড়া এলাকার পাহাড়ে অভিযান চালায়। এ সময় র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। এতে ডাকাত দলের গুলিতে কৃষক আয়াতুল্লাহ নিহত হন।


র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, অপহৃত এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ডাকাত দলের নেতা ফরহাদকে আটক করা হয়েছে।


নিহত কৃষকের ভাই করিম উল্লাহ বলেন, ‘ডাকাত ফরহাদ বাহিনীর সদস্যরা একজন এনজিও কর্মীকে জিম্মি করে। তাকে উদ্ধার করতে গেলে র‍্যাবকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির সময় কয়েকজন আহত হন। পরে হাসপাতালে আনা হলে আমার ভাই মারা যায়।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ