ঢাকা
খ্রিস্টাব্দ

বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1890558 জন

  • নিউজটি দেখেছেনঃ 1890558 জন
বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত
ছবি : সংগৃহীত

বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কাপ্তাই সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন শান্ত সাহা ও তৌফিক হোসেন। এদের মধ্যে শান্ত সাহা পুরকৌশল বিভাগের এবং তৌফিক হোসেন একই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।


এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক।


চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি বলেন, দুর্ঘটনায় নিহত শান্ত সাহার মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং তৌফিকের মরদেহ এভারকেয়ার হসপিটালে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ