ঢাকা
খ্রিস্টাব্দ

লংগদুতে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করল উপজেলা প্রশাসন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামাটি) উপজেলা
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১.৪৮ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১.৪৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 103762 জন

  • নিউজটি দেখেছেনঃ 103762 জন
লংগদুতে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করল উপজেলা প্রশাসন

রাঙ্গামটি পার্বত্য জেলার লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ঃ৩০ টায় বন্যা কবলিত পরিবারের মধ্যে মাইনীমুখ মডেল হাই স্কুল ও মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রসাসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হয়। 


বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন  লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা, ইউপি সদস্য ও মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম মেম্বার, মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম।


ত্রাণ বিতরণ কর্মসূচীর পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার বলেন একটানা অতি বৃষ্টি এবং পানি নিষ্কাষন হতে না পারার কারনে লংগদু উপজেলার বিভিন্ন এলাকা আজ পানিতে তলিয়ে আছে। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তাদের দুঃখের সীমা নেই। 


এসকল আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া মানুষের পাশে লংগদু উপজেলা প্রশাসন পুর্বেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি প্রশাসনের পাশাপাশি সমাজের সকল বিত্তবানসহ অন্যান্য সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সকলকে বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামাটি) উপজেলা
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১.৪৮ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১.৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ