জোরারগঞ্জ থানার অন্তর্গত মধ্যম সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসআই (নিঃ) মোঃ মোস্তাকিম হোসাইন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত সিরা-১ নাইট ডিউটিতে থাকাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের মামা ফকির আস্তানার প্রবেশমুখে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে একটি পাকা রাস্তার ওপর।
অভিযানকালীন সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩-৫ জন আসামী পালিয়ে যায়। তারা ফেলে যায় একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা এবং দুটি বস্তা, যার মধ্যে পাওয়া যায় সর্বমোট ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ।
পুলিশ উদ্ধারকৃত সিএনজি ও চোলাই মদ জব্দ করে থানায় নিয়ে আসে এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে। অজ্ঞাতনামা পলাতক আসামীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হালিম জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় অভিযান অব্যাহত থাকবে।