ঢাকা
খ্রিস্টাব্দ

রাঙ্গামাটির লংগদু পাকুয়াখালী ট্রাজেডির স্মরণসভা অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামটি) উপজেলা
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১.২২ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১.২২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 154449 জন

  • নিউজটি দেখেছেনঃ 154449 জন
রাঙ্গামাটির লংগদু পাকুয়াখালী ট্রাজেডির স্মরণসভা অনুষ্ঠিত


রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু  উপজেলার পাকুয়াখালী ট্রাজেডিতে ৩৫ কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যার তিন দশক পেরিয়ে গেলেও আজো বিচার পাননি  ভুক্তভোগী পরিবার।


৯ সেপ্টেম্বর, ২০২৫ ইং মঙ্গলবার সকাল দশটায় রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় পাকুয়াখালী ম্যাসাকার রিকুপ ফাউন্ডেশন ও সম-অধিকার আন্দোলন এর উদ্যোগে ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ডের বিচার দাবিতে এক স্মরনসভা ও সমাবেশের আয়োজন করা হয়। 


উপজেলা পরিষদ সংলগ্ন ৩৫ কাঠুরিয়ার সমাধিস্থলের সামনে অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন ম্যাসাকার রিকুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রকিব হোসেন, নির্বাহী পরিচালক মোঃ ফজর আলী, কো-চেয়ারম্যান রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন লংগদু উপজেলা  সমঅধিকার আন্দোলনের সভাপতি মোঃ জহির চেয়ারম্যান সহ ভিকটিম পরিবারের সদস্যবৃন্দরা। 


পরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, পাকুয়াখালি গনহত্যার বিচার এখনোও হয়নি দীর্ঘ ২৯ বছর পেরিয়ে গেলেও আজও কোনো বিচার এদেশে হয়নি। সরকার আমাদের কোনো পুনর্বাসন করেনি। তারা অভিযোগ করে বলেন প্রতিবছর ৯ সেপ্টেম্বর পাকুয়াখালী ট্রাজেডি দিবস আসলে কাঠুরিয়াদের হত্যার প্রতিবাদ করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হয়। আশ্বাস দেয়া হয় পরিবারগুলোকে। আমরা শুধু আশ্বাস পেয়েছি তবে বাস্তবায়ন হতে দেখিনি। এর সুষ্ঠুবিচার চাই সরকারের কাছে, ভুক্তভোগী পরিবারের প্রতি সুনজর দেওয়ার অনুরোধ করেন তারা।


স্মরণসভায় বক্তারা তাদের আলোচনায় ১৯৯৫ সালের পাকুয়াখালী ট্রাজেডিতে ৩৫ কাঠুরিয়ার নৃশংসভাবে হত্যাকাণ্ডের বিচারসহ গত তিন দশকে পার্বত্য চট্টগ্রামে প্রায় ৩৫ হাজার বাঙালি হত্যার ন্যায়বিচারের ও দাবি করেন। তারা বলেন, “৩০ বছর পার হয়ে গেল, অসংখ্য সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো সরকার এখনো এসব হত্যার বিচার বা ক্ষতিপূরণ দেয়নি।” বক্তারা জোর দিয়ে উল্লেখ করেন, এসব হত্যাকাণ্ডের বিচার অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে।


পরে সকলে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামটি) উপজেলা
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১.২২ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১.২২ অপরাহ্ন