ঢাকা
খ্রিস্টাব্দ

সেনা সদরের হুঁশিয়ারি: কোন মব দিয়ে ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের’ ছোট করার চেষ্টা চলবে না

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৪.৩৯ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৪.৪০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 165385 জন

  • নিউজটি দেখেছেনঃ 165385 জন
সেনা সদরের হুঁশিয়ারি: কোন মব দিয়ে ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের’ ছোট করার চেষ্টা চলবে না
- ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, কোনো মব দিয়ে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার কোনো সুযোগ নেই। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

কর্নেল শফিকুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি। তবে সেনাবাহিনী নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যেকোনো দায়িত্ব পালনে তারা প্রস্তুত।

তিনি আরও বলেন, গুম কমিশনের চাহিদা অনুযায়ী সমস্ত সহযোগিতা করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হবে। সহযোগিতা করা হচ্ছে না বলে যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি গুজব।

মিয়ানমার সীমান্তে জেলেদের ধরে নিয়ে যাওয়া এবং বিজিবি বা সেনা ক্যাম্প সম্পর্কে জিজ্ঞাসাবাদের বিষয়টি সেনাবাহিনী সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। এ ছাড়া রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করাকে দুঃখজনক বলে উল্লেখ করেন কর্নেল শফিকুল ইসলাম। তবে অনেকেই সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়ে কথা বলছেন বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ


সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৪.৩৯ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৪.৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ