ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান জানিয়েছেন, রাজধানী ঢাকায় দুর্গাপূজাকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এই তথ্য দেন।
কমিশনার বলেন, “দুর্গাপূজা হিন্দু ধর্মালম্বীদের জন্য একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠান। আমাদের তথ্য অনুযায়ী, এই উৎসবের সময় কোনো ধরনের থ্রেট নেই।”
আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলমান এই উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য ডিএমপি বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজামণ্ডপে অতিরিক্ত পুলিশ, থানা পুলিশের টহল, সিসি ক্যামেরা, আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে।
তিনি জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে পুরান ঢাকায় কিছুটা যানজট হতে পারে। ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিন ১৫টি স্থানে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে।
এ বছর ঢাকা মহানগরীতে ২৫২টি মণ্ডপসহ সারাদেশে মোট ৩১,৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।