ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল কর্মীদের শিক্ষা বৈঠক-২০২৫ অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৭.৩৫ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৭.৩৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 516115 জন

  • নিউজটি দেখেছেনঃ 516115 জন
শিবচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল কর্মীদের শিক্ষা বৈঠক-২০২৫ অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দায়িত্বশীল কর্মীদের শিক্ষা বৈঠক-২০২৫ অনুষ্ঠিত হয়।


শুক্রবার (২৭ জুন-২০২৫) সকাল ৬ঃ৩০ টার দিকে শিবচর আল বাইতুল মামুর ফাজিল  মাদ্রাসায় এ আয়োজন করা হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলার আমির এবং মাদারীপুর-১(শিবচর) আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ সারোয়ার হোসাইন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।


 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির  ইয়াদুল হক। 


তিনি বলেন,বাংলাদেশকে একটি ন্যায় এবং  ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর বিকল্প কোন দল নেই । আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে-বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনগনের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।


বিশেষ অতিথি হিসেবে দারসুল কোরআন পেশ করেন শরিয়তপুর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক ।

 তিনি বলেন, তরুণ প্রজন্মকে ইসলামি আন্দোলনে উদ্বুদ্ধ করে দেশের  কল্যাণে সম্পৃক্ত করতে হবে। দলমত নির্বিশেষে জনগণের আস্থা অর্জনে নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা পতনের তিনদিন আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল কিন্তু আল্লাহ্ তাদেরকে চিরতরে নিষিদ্ধ করে দেন। আল্লাহ্ কোন জুলুমবাজদের পছন্দ করেন না, তাদেরকে চিরতরে মিশিয়ে দেন।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মোঃ মজিবুর রহমান শিকদার,উপজেলা সেক্রেটারি মোঃ ইউসুফ হাওলাদার,সহকারী সেক্রেটারি হাবিবুর রহমান,বায়তুলমাল সম্পাদক তৈয়ব তাহের,রোকন সদস্য আহসানুল করিম,হাফেজ আঃ জলিল শেখ, হাবিবুর রহমানসহ ইউনিয়ন জামায়াত, যুবজামায়াত,ওলামা বিভাগ ও ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরিশেষে জাতির উদ্দেশ্য বক্তব্য প্রদান এবং মোনাজাত পরিচালনা করেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির  মুহতারাম মাওলানা মোঃ সারোয়ার হোসেন মৃধা। 



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৭.৩৫ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৭.৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ