ঢাকা
খ্রিস্টাব্দ

ফুলগাজীতে বিদায়ী অনুষ্ঠানে পুলিশের জেরায় ৩৯ কিশোর, রাতভর যাচাই শেষে মুক্তি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১.১৪ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১.১৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 135612 জন

  • নিউজটি দেখেছেনঃ 135612 জন
ফুলগাজীতে বিদায়ী অনুষ্ঠানে পুলিশের জেরায় ৩৯ কিশোর, রাতভর যাচাই শেষে মুক্তি


ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাটের উত্তর আনন্দপুর ইব্রাহিম কনভেনশন হলে বিদায়ী পার্টিতে যোগ দিতে গিয়ে পুলিশের জেরার মুখে পড়ে ৩৯ কিশোর। রাতভর যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার ভোরে অভিভাবকের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দপুরের বরকতউল্লাহ সমাজের প্রবাসী শাহজালালের ছেলে সাইমুন শাহ পাটোয়ারী আগামী ১৩ সেপ্টেম্বর সৌদি আরব যাচ্ছেন। প্রবাস যাত্রার আগে তিনি বন্ধুদের নিয়ে বিদায়ী পার্টির আয়োজন করেন। বুধবার গভীর রাতে অনুষ্ঠান চলাকালে স্থানীয়দের সন্দেহে পুলিশে খবর দেওয়া হয়। পরে ফেনী সদর, ফুলগাজী ও ছাগলনাইয়ার বিভিন্ন এলাকা থেকে আসা ১২ থেকে ২২ বছর বয়সী ৩৯ কিশোরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। রাতভর যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় ভোর সাড়ে চারটার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।


এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ডিবি) মর্ম সিংহ ত্রিপুরা ও ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান।


এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, আনন্দপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ এসহাক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিন্টু ও বিএনপি নেতা সাবলু উপস্থিত ছিলেন।


ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আটক কিশোরদের কারো বিরুদ্ধে মামলা বা অভিযোগ নেই। যাচাই করে দেখা গেছে, একজন  কিশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং স্থানীয় বিএনপি সমর্থক পরিবারের সন্তান। তাই মানবিক বিবেচনায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১.১৪ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১.১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ