ঢাকা
খ্রিস্টাব্দ

জাতীয় জুলাই সনদ-২০২৫ এর চূড়ান্ত ভাষ্য ৩৩টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডিজিটাল প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১.০০ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১.০০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 148412 জন

  • নিউজটি দেখেছেনঃ 148412 জন
জাতীয় জুলাই সনদ-২০২৫ এর চূড়ান্ত ভাষ্য ৩৩টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রণীত ‘জুলাই সনদ-২০২৫’-এর চূড়ান্ত ভাষ্য দেশের ৩৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের কাছে পাঠানো হয়েছে। নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার কাঠামোয় ব্যাপক সংস্কারমূলক সুপারিশ অন্তর্ভুক্ত এই সনদের অনুলিপি পাঠানো শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে।


জাতীয় ঐকমত্য কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এরই মধ্যে একটি অনুলিপি গণমাধ্যমের কাছেও পৌঁছেছে।


এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ জানান, “সনদের ভাষ্যে সব দলের মতামতের প্রতিফলন ঘটানো হয়েছে। এ বিষয়টিতে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি।”


কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে প্রতিটি রাজনৈতিক দলকে সনদে স্বাক্ষরের জন্য দু’জন প্রতিনিধির নাম জমা দিতে অনুরোধ করা হয়েছে।


বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, “সুপারিশগুলোর মধ্যে যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয়, সেগুলো অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে পারবে। আর যেসব সুপারিশ সরকারি আদেশ বা বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে—এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে।”


তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকেও ইতোমধ্যে প্রয়োজনীয় অধ্যাদেশ জারি ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডিজিটাল প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১.০০ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১.০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ