ঢাকা
খ্রিস্টাব্দ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখার লক্ষ্যে টাঙ্গাইলে মতবিনিময় সভা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯.২৭ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯.২৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 982836 জন

  • নিউজটি দেখেছেনঃ 982836 জন
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখার লক্ষ্যে টাঙ্গাইলে মতবিনিময় সভা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

আসন্ন মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখার লক্ষ্যে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাত। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্যাবের সেন্ট্রাল কমিটির অর্গানাইজার সেক্রেটারি ড. সৈয়দ মিজানুর রহমান।


এসময় বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর টাঙ্গাইলের সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, কৃষি বিপণে কর্মকর্তা ফারজানা খান সহ বিভিন্ন বাজারের সভাপতি সেক্রেটারিবৃন্দ।


অনুষ্ঠানটির সঞ্চালনায় ক্যাবের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল।


এসময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস জুড়ে ক্যবের সদস্যবৃন্দু সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দ্রব্যমূল্যর কঠিন নজরদারিতে রাখবেন বলে নিয়মিত মাঠে থাকবেন। তাছাড়াও এবার সাধারণ মানুষ রমজান মাসে যেন ন্যায্যমূল্য খাদ্য পণ্য কিনতে পারে সেজন্য প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে তারা মাঠে থাকবেন।


মতবিনিময় সভায় ক্যাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন বাজারের সভাপতি সাধারণ সম্পাদক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯.২৭ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯.২৭ অপরাহ্ন