ঢাকা
খ্রিস্টাব্দ

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু, আহত ৩০

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1845256 জন

  • নিউজটি দেখেছেনঃ 1845256 জন
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু, আহত ৩০
ছবি : সংগৃহীত

বগুড়া সদর উপজেলায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ।


রবিবার (৭ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন।



গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ওসি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।



স্থানীয়রা জানান, বিকেলে সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে ১০০ গজ আসতে রাস্তার পাশে ৩৩ হাজার ভোল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথযাত্রার গম্বুজের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। এ ছাড়া আহত হয়েছেন অন্তত আরো ৩০ জন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ